AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইমনের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনে দিনার-বিজরী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫১ পিএম, ১০ জুলাই, ২০২৪
ইমনের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনে দিনার-বিজরী

‘লাইফ অফ এ পিটুএল’ প্রোডাকশনের ব্যানারে তরুণ নির্মাতা ইমন খানের নির্দেশনায় একটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন ইন্তেখাব দিনার এবং বিজরী বরকতউল্লাহ। সাথে ছিলেন শিশুশিল্পী সপ্তর্ষী রহমান।

নির্মাতা ইমন বলেন, ‘এই বিজ্ঞাপনটি সামাজিক সচেতনতামূলক এবং এতে মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা মেনে নেওয়ার গুরুত্ব নিয়ে একটি বার্তা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিকে যতটা সম্ভব বাস্তবমুখী করতে।’

প্রোডাকশন ডিজাইনে ছিলেন ‘লাইফ অফ পিটুএলের’ কর্ণধার’ এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ভিডিও কনটেন্ট নির্মাতা আফফান আজিজ প্রিতুল। প্রীতুল বলেন, ‘স্বনামধন্য ব্র্যান্ডের কাজ এবং শিক্ষামূলক মেসেজের কারণে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

দিনার-বিজরী জুটির এই বিজ্ঞাপন নিয়ে তারা উচ্ছ্বসিত। দিনার বলেন, ‘এই কাজটি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।’ বিজরী বলেন, ‘এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।’

সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন স্বনামধন্য ডিওপি বরকত হোসেন পলাশ। অন্যান্য কুশীলবদের মধ্যে ছিলেন এসিসটেন্ট ডিরেক্টর মাহমুদুল হাসান রানা এবং রাহাত, কস্টিউম ডিরেক্টর নওরীন ফেরদৌস, লাইন প্রডিউসার তুহিন তমিজুল এবং এক্সিকিউটিভ প্রডিউসার তুর্য।

নির্মাতার ভাষ্যমতে, বিজ্ঞাপনটি খুব শীঘ্রই অনলাইনে এবং টিভি পর্দায় দেখা যাবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!