AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসপাতাল থেকে ফিরে আবারও অসুস্থ ঋতাভরী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২৮ পিএম, ১৭ জুলাই, ২০২৪
হাসপাতাল থেকে ফিরে আবারও অসুস্থ ঋতাভরী

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি অস্ত্রোপচারের পরে বাড়ি ফিরেছেন। কিন্তু দু‍‍`দিন না কাটতেই আবার বিছানায় পড়ে গেলেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এ খবর জানান ঋতাভরী। জানান, হাসপাতাল থেকে ফিরেই মিনিয়েচার বানাতে শুরু করেছিলেন অভিনেত্রী। ফলে তার বিশ্রামে ঘাটতি পড়ায় শরীর আরও দুর্বল হয়ে পড়েছে।

হাসপাতাল থেকে ফিরে আবারও অসুস্থ ঋতাভরী

ঋতাভরীর কথায়, ‘চার বছরে তিনটি অস্ত্রোপচার। এত ভুগছি কী বলব!’ তবে কাজের উপর প্রভাব ফেলতে দেননি অভিনেত্রী। বলেন, ‘এমন নয় যে, কাজকর্ম থামিয়ে বসেছিলাম। এখন তো মনে হচ্ছে এটাই অভ্যাস করে ফেলতে হবে। বার বার শারীরিক অসুস্থতা নিয়েই শ্যুটিং করতে হবে। যতটুকু পারি কাজ করি।’

অভিনেত্রী আরও জানালেন, দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। তবে স্বভাবে চঞ্চল হওয়ায় সুযোগ পেলেই উঠে পড়ছেন মিনিয়েচার বানাতে। ক্লান্ত হলে এলিয়ে পড়েছেন বিছানায়।

উল্লেখ্য, দ্রুতই শুরু হবে ‘বহুরূপী’ ছবির ডাবিং। সেই ছবিতে অভিনয় করবেন ঋতাভরী। অভিনেত্রীর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই তারিখ চূড়ান্ত করা হয়েছে ডাবিংয়ের কাজ সারার।

এরপর ডাবিং শেষে আগস্টে পাড়ি দেবেন পাপুয়া নিউ গিনিতে, নতুন ছবির শ্যুটিংয়ে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!