AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমি মারা যাইনি: রুবেল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪৮ পিএম, ২৭ জুলাই, ২০২৪
আমি মারা যাইনি: রুবেল

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবরের পর হঠাৎই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে মারা গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল।

বিষয়টির সত্যতা যাচাইয়ে চিত্রনায়ক রুবেল ও তার পরিবারের মোবাইলে ফোন কল দেয়া হলে সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেতা নিজেই।

রুবেল বলেন, আমার মৃত্যুর খবর কেবলই গুজব। আমি মারা যাইনি। ভালো আছি, সুস্থ আছি।

রুবেল আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমার মৃত্যুর মিথ্যা খবরটি অনেকেই শেয়ার করেছেন। অনেকে বিচলিত হয়ে আমার ফোনে, আমার পরিবারের ফোনে কল করেছেন। ভক্তরাও আমার মৃত্যুর খবরে ব্যথিত।

তাদের সবার উদ্দেশে বলছি, আমি এখন নিজ বাসাতেই আছি। খুব বেশি একটা বের হচ্ছি না। জীবিত আছি।

ভুল খবর ছড়ানো প্রসঙ্গে রুবেল বলেন, হঠাৎ কোনো তারকার ভুল মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরিবারের কাছের মানুষ, আত্মীয় স্বজন, শুভাকাঙিক্ষ, ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। তাই এমন গুজব ছড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত।

ঢালিউড সিনেমায় মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত রুবেল। আশির দশকে ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!