AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উন্নতির দিকে সংগীতশিল্পী জুয়েলের শারীরিক অবস্থা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫৮ পিএম, ২৭ জুলাই, ২০২৪
উন্নতির দিকে সংগীতশিল্পী জুয়েলের শারীরিক অবস্থা

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল এখন আগের চেয়ে ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটাই জানিয়েছেন সংগীত তারকা বাপ্পা মজুমদার।

তিনি বলেন, ‌আজ শনিবার আপডেট পেয়েছি। জুয়েল ভাই সুস্থ হয়ে উঠছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে জুয়েলকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে ঢাকায় এসেই জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান তিনি। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!