AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধূমপানে আসক্ত কৃতি স্যানন?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩৭ পিএম, ৩১ জুলাই, ২০২৪
ধূমপানে আসক্ত কৃতি স্যানন?

খুব অল্পদিনেই বলিউডে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলছেন। ১৯৯০ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন কৃতি। ৩৩ বছরের এই জন্মদিনে তিনি গ্রিসে ছুটি কাটাতে গেছেন প্রেমিকের সঙ্গে।

গ্রিসের মাইকোনস দ্বীপে অভিনেত্রী কৃতি স্যানন, সঙ্গে ছিলেন কবীর বাহিয়া নামে তার প্রেমিক। নির্জন দ্বীপে গিয়ে তোলা ছবি নিমেষে ভাইরাল হয়ে গেছে তাদের।

কবীর বাহিয়ার সঙ্গে গ্রিসে ক্যামেরাবন্দি হন কৃতি। শোনা যাচ্ছে, এমএস ধোনির ঘনিষ্ঠ এই শিল্পপতিকেই মন দিয়েছেন অভিনেত্রী। তার সঙ্গেই পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি।

ধূমপানে আসক্ত কৃতি স্যানন?

উল্লেখ্য, কবীর বাহিয়াও সেই পার্টি থেকে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল সাইটে। শুধু তাই নয় ওই জন্মদিনের পার্টিতে ধূমপান করতেও দেখা গেছে অভিনেত্রীকে। এরআগে একটি সিনেমায় ধূমপানের দৃশ্যের পর কৃতি বলেছিলেন ওই ধূমপানের দৃশ্য শুধুই সিনেমার জন্য, ব্যক্তিগত জীবনে আমি ধূমপান করি না।

কৃতি স্যানন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পর তিনি সুকুমারের তেলুগু চলচ্চিত্র ‘১ নেনোক্কাদিন’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক অ্যাকশনধর্মী ‘হিরোপন্তি’। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান কৃতি।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!