বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ। তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়ে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।’
জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। প্রায় এক যুগ ধরে শিল্পকলার মহাপরিচালকের পদে ছিলেন তিনি।
‘ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই’‘ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই’লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৩ সালের ২৯ মার্চ তার মেয়াদ সপ্তমবারের জন্য বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারও নেই।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরদিন শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দপ্তরসহ অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এরপর আর শিল্পকলায় যাননি লিয়াকত আলী লাকী। অবশেষে বিক্ষোভের মুখে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :