AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২৬ এএম, ১৯ আগস্ট, ২০২৪
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি, ভিডিও কিংবা মতামত দিয়ে নেটিজেনদের নজর কাড়েন তিনি। গত ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিন মধুমিতা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেন । কিন্ত তার দেওয়া ক্যাপশনেই বাঁধল বিপত্তি। সেখানে ভারতবর্ষ বানানটিই ভুল লেখেন তিনি।

 

 

জানাযায়, মধুমিতা স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় দুটো বানান ভুল ছিল— দিবস ও ভারতবর্ষ। অভিনেত্রী লিখেছিলেন ‘দিবেস’ ও ‘ভারতবর্শ’। আবেগের বশে ভুল করে ফেলেছিলেন বলে ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন মধুমিতা। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা বলেন, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই মনে হলো ক্ষমা চাওয়া উচিত। যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়?

 


 

মধুমিতা আরও লিখেছেন, স্বাধীনতা দিবসে আমি পোস্টটা আমিই করেছিলাম। আমার টিম বা অন্য কেউ করেনি। খুব ভুল করেছি। সেটা হল পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত ছিল। এতটাই উত্তেজিত ছিল যে দেখিওনি।

অভিনেত্রীর ভাষ্য, হয়ত আশা করিনি টাইপ দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে। কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব। তাই আমি ক্ষমা চাচ্ছি। অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখলাম। যারা ভাবছে আমি কোনোদিন স্কুলে যাইনি। ভগবান তাদের পবিত্র মন দিক। তারা শান্তিতে থাকুন।

 

একুশে সংবাদ/আ.ট./সাএ

 

Link copied!