তারকাদের নিয়ে গুজব ও মিথ্যা খবর ছড়ানো এখন আর নতুন কোন বিষয় নয়। যার ফলে প্রায় সময়ই নানান অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় তারকাদের। এবার তেমনই এক ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে।
হঠাৎই মৃত্যুর গুজবের শিকার হলেন শ্রেয়াস। যে খবরে রীতিমত সয়লাব সোশ্যাল মিডিয়া। আকস্মিকভাবে এ খবর ছড়িয়ে পড়ায় বিস্মিত হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু শ্রেয়াসের মৃত্যুর খবরটি সত্য নয়।
ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়াস জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন। এক বিবৃতিতে শ্রেয়াস তালপাড়ে লেখেন, ‘আমি নিশ্চিত করতে চাই, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং ভালো আছি। আমার মৃত্যুর খবর ভাইরাল হয়েছে, এ সম্পর্কে আমি জ্ঞাত। এ খবরের অপব্যবহার করা হচ্ছে। এটি সত্যিকার অর্থে ক্ষতির কারণ হতে পারে। এটি নিয়ে কেউ কেউ মজা করছেন, কেউ কেউ চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে আমার পরিবার।’
শ্রেয়াসের ছোট মেয়েটি বাবার মিথ্যা খবরে ভীত হয়ে পড়েছে। তা জানিয়ে শ্রেয়াস লেখেন, ‘আমার ছোট মেয়েটি প্রতিদিন স্কুলে যায়, এরই মধ্যে আমার সুস্থতার বিষয় নিয়ে সে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সে ক্রমাগত আমাকে প্রশ্ন করছে। মিথ্যা খবরটি তার ভেতরে ভয় আরো গভীর করছে। স্কুলের শিক্ষক ও সহপাঠিদের কাছ থেকেও প্রশ্নের মুখোমুখি হচ্ছে।’
গত বছরের ১৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়াস তালপাড়ে। এরপর তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। ৪৭ বছর বয়সি শ্রেয়াসের এনজিওপ্লাস্টি করা হয়। পরে সুস্থ হয়ে বাসায় ফেরেন এই অভিনেতা।
হিন্দি এবং মারাঠি ভাষার সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস। পাশাপাশি তার সিনেমা বক্স অফিসেও সাড়া ফেলে। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রেয়াস তালপাড়ে ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’ প্রভৃতি। –ইন্ডিয়ান এক্সপ্রেস
একুশে সংবাদ/চ.আ./সাএ
আপনার মতামত লিখুন :