AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৬ পিএম, ২২ আগস্ট, ২০২৪
খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক এম কে জামান। সিনেমাটির নাম ‘মাদার অব ডেমোক্রেসি।’ কিন্তু সিনেমাটি নির্মাণ বন্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

জানা গেছে, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট। গত ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে।

সিনেমাটি নির্মাণ নিয়ে গণমাধ্যমকে জামান বলেন, অনেক দিন ধরেই আমরা সিনেমাটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ সিনেমাটি মানুষকে দেখতে হবে।

তবে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি নির্মাতা। 

এ প্রসঙ্গে জামান বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা সিনেমা তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে সিনেমার কাস্টিং জানানো হবে।

নির্মাতা জানিয়েছিলেন, সব রকম অনুমতি নিয়েই তারা সিনেমাটি শুরু করতে যাচ্ছেন। তবে, এখন জানা যাচ্ছে, সিনেমাটি নিয়ে কোনো ধরনের অনুমতিই নেওয়া হয়নি।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!