অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দীর্ঘ দিনের বৈবাহিক জীবনে নাকি চিড় ধরেছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারকা দম্পতি। তবে অনুরাগীদের মধ্যে জল্পনা চলছে, প্রশ্ন একটাই দাম্পত্যে দূরত্বের কারণ কী? গুঞ্জন, সংসারে মন দিতে গিয়ে নাকি অভিনয় জগৎ থেকে দূরে সরতে হয়েছে ঐশ্বরিয়া রাইকে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত।
কিন্তু এই প্রসঙ্গ নতুন নয়। এক সময় এক আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে। সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে তিনি দূরেই সরে যাবেন? সেই সময় সদ্য বিয়ে হয়েছে ঐশ্বরিয়ার। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সন্তানধারণের অপেক্ষা করছেন কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান। কিন্তু পাশাপাশি ঐশ্বরিয়া রাই জানিয়েছিলেন, পরিবার বা সংসারের জন্য কখনওই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি।
বিয়ের পরেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা হয় বিস্তর। তবে সেই ছবির প্রশংসা করেছিলেন অভিষেক নিজেই। তার সঙ্গে অভিষেক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মা হিসেবে ঐশ্বরিয়া খুবই ভাল। অভিনেত্রীর সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধতে ইচ্ছুক বলে জানান তিনি।
‘গুরু’ ছবিতে অভিনয় করার সময় অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেম শুরু। ২০০৭ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁরা এক কন্যা সন্তানের মা-বাবা। আরাধ্যার জন্মের পর অভিনয় জগৎ থেকে ঐশ্বরিয়া রাই নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন।
একুশে সংবাদ/ঢ.প./সাএ
আপনার মতামত লিখুন :