বাংলাদেশের তরুণ গায়ক জাহিদ অন্তু ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ -এ অংশ নিয়েছিলেন। বাছাইপর্বে অংশ নিয়ে দুই ধাপ পার হন তিনি। তবে তৃতীয় ধাপে বাদ পড়েছেন অন্তু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদের ছোটবেলা থেকে গানের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন গৃহশিক্ষক রানু স্যারের কারণে। তিনি অনেক বেশি গান শুনতে পছন্দ করতেন। যা ধীরে ধীরে জাহিদকে প্রভাবিত করে।
গান শুনে শুনেই গাইতে চেষ্টা করতেন জাহিদ। গানের প্রতি এ ভালোবাসা থেকেই দেশীয় রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন-২’তে অংশ নেন তিনি। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহিদ।
এরপর গত মাসে ব্যক্তিগত কাজে কলকাতায় যান তিনি। সেখানেই জানতে পারেন ‘ইন্ডিয়ান আইডল’ এর নতুন সিজনের বাছাই পর্ব চলছে।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জাহিদ বলেন, আমি জানতাম ‘ইন্ডিয়ান আইডল’-এ ভারতীয়দের বাইরে কেউ অংশ নিতে পারে না। কিন্তু একজন প্রতিযোগীর কাছ থেকে জানতে পারি, নিয়ম মেনে অংশ নেয়া যায়। তাই চেষ্টা করি।
তৃতীয় ধাপের বাছাই পর্বে বাদ পড়ার বিষয়ে তিনি বলেন, ‘দুই পর্বে উত্তীর্ণ হয়েছি। আজ কল করে আমাকে জানানো হয়, আমি বাদ পড়েছি।’
বিষয়টি তিনি তার ফেসবুকেও জানিয়েছেন। মন্তব্যের ঘরে অন্তু লিখেছেন, কেউ যেন এই কথাটি বলবেন না, আমি বাংলাদেশি বলে বাদ পড়েছি। আমি হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আর আমার প্রতি তাদের আচরণ ছিল খুব সুন্দর।
গত ১৮ জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অংশ নেন তিনি। একদিনে তিনটি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছে তাকে।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান আইডল’-এর বাছাই পর্বে উত্তীর্ণ হতে ‘খামোশিয়া’, ‘দিল দে দিয়া হ্যাঁয়’, ‘জানাম’, ‘দিল ইবাদত’সহ বেশকিছু হিন্দি গান গাইতে হয় জাহিদকে। এসব গানে দারুণ পারফর্ম করায় প্রায় ৮০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ৪০ জন উত্তীর্ণের তালিকায় উঠে আসেন জাহিদ অন্তু।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :