বহুদিন বড়পর্দায় দেখা মেলেনি অভিনেত্রী জেরিন খানের। অভিনেত্রী পরিচয় যখন ফিকে হওয়ার পথে, ঠিক তখনই নতুন করে আলোচনায় এলেন এ বলিউড তারকা। না, কোনো সিনেমা নয়, আলোচনায় এসেছেন সম্পর্কের ইতি টানার মধ্য দিয়ে।
সারাবছর বলিউডের বাতাসে প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়ায়; তবে সেই গুঞ্জনে এতদিন জেরিনের নাম শোনা যায়নি। কিন্তু তাঁর ব্যতিক্রম ঘটল, জেরিনের নামও উঠে এলো সম্পর্ক ছিন্ন করা তারকাদের লিস্টে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শিবাশিষ নামে এক ব্যবসায়ীর সঙ্গে অনেক দিন ধরে প্রেম চলছিল জেরিনের।
বলিউড বাসিন্দাদের অনেকের ধারণা ছিল, শিগগিরই তারা পরিণয়ের পথে হাঁটবেন। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন শিবাশিষ ও জেরিন। যদিও এ নিয়ে এখনও তাদের কেউ মুখ খোলেননি।
তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পাশাপাশি সাক্ষাৎ বন্ধ করে দেওয়ায়, কারও বুঝতে বাকি নেই যে, তারা সম্পর্কের ইতি টেনে ফেলেছেন এই অভিনেত্রী।
একুশে সংবাদ/এ
আপনার মতামত লিখুন :