মিডিয়ার সামনে সাধারণত বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে মেজাজ হারাতে দেখা যায় না। কিন্তু এবার সেটাই ঘটেছে। তবে আলিয়ার মেজাজ হারানোর ঘটনাকে শতভাগ সমর্থন করেছেন তার ভক্ত-নেটিজেনরা।
ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে, সম্প্রতি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকছেন আলিয়া ভাট, সঙ্গে রয়েছেন তার সহকারী ও নিরাপত্তারক্ষীরা। তাদের পেছন পেছন ক্যামেরা নিয়ে হাঁটতে থাকেন পাপারাজ্জিরাও। আলিয়া যখন বাড়ির লিফটের কাছে পৌঁছান, তখনো পাপারাজ্জিরা সেখানে। এ দৃশ্য দেখে বিরক্ত হয়ে এগিয়ে আসেন আলিয়া ভাট।
রেগে গিয়ে আলিয়া বলেন, ‘আপনারা এখানে কী করছেন? এটা আমার ব্যক্তিগত এরিয়া।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে এমন ভিডিও দেখে কিছু মানুষ সমালোচনা করলেও বেশিভাগ মানুষ আলিয়াকে সমর্থন জানিয়েছেন।
আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘জিগরা’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটি ধর্ম প্রোডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন আলিয়া। এটি পরিচালনা করছেন ভাষণ বালা। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘আলফা’ একটি সিনেমার কাজও আলিয়ার হাতে রয়েছে।
আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে আলিয়ার।
একুশে সংবাদ/এসএস
আপনার মতামত লিখুন :