AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিয়ে নতুন পরিকল্পনা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:২২ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪
কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিয়ে নতুন পরিকল্পনা

বেশ কিছুদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে। মূলত তার পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তি নিয়েই এই আলোচনা। মুক্তির আগেই সিনেমাটি ভারতের সেন্সর বোর্ডে আটকে যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় সিনেমার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’। বেশ কিছু দৃশ্য বাদ দেয়ার শর্তে মুক্তি দেয়া যাবে এই সিনেমা, এমনটাই জানিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

ফটোর কোনো বিবরণ নেই।ফটোর কোনো বিবরণ নেই।

এমনকি সিনেমাটিতে দেখানো ঐতিহাসিক ঘটনাগুলির ডিসক্লেইমার দিতে বলেছে সিবিএফসি। সেন্সর বোর্ডের তরফ থেকে ইউ/এ সার্টিফিকেট পেলেও কবে এই সিনেমা মুক্তি পাবে সেটা এখনও ঘোষণা কোনো ঘোষণা আসেনি।

কমিটি চলচ্চিত্র নির্মাতাদের একটি দৃশ্যে সরিয়ে নিতে বলেছে যেখানে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশী শরণার্থীদের আক্রমণ করছে। একজন সৈনিকের একটি শিশুর মাথা থেঁতলে দেয়ার দৃশ্য এবং তিনজন নারীর শিরশ্ছেদ করার দৃশ্য সরাতে বলা হয়েছে। কমিটি একটি লাইনে উল্লিখিত একটি পরিবারের পদবি পরিবর্তন করতেও বলেছে।আসন্ন সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। সিনেমাটিতে কঙ্গনা ছাড়াও আরো দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।

ফটোর কোনো বিবরণ নেই।ফটোর কোনো বিবরণ নেই।

জুলাই মাসের ৮ তারিখে সেন্সর রিভিউয়ের জন্য জমা পড়েছিল ‘ইমার্জেন্সি’। তার মাঝেই শিখ সম্প্রদায় একগুচ্ছ দাবি তুলে নিষিদ্ধ করার ডাক দেয়।  সেই বিতর্কের জেরে ৬ সেপ্টেম্বর থেকে পিছিয়ে যায় ‘ইমার্জেন্সি’র মুক্তি। 

 

 

 

একুশে সংবাদ/এসএস

Link copied!