AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোয়া’ নাটকে কি চরিত্রে থাকছেন সামিরা খান মাহি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
দোয়া’ নাটকে কি চরিত্রে থাকছেন সামিরা খান মাহি

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নিয়ে বছরজুড়েই ব্যস্ততা রয়েছে তার। এবার তিনি নাম লেখালেন আরও একটি নতুন নাটকে। নাম ‘দোয়া’।নাটকটি দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন মোঃ রবিউল সিকদার।

এই নাটকে একজন সেবিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাহিকে। এমন একটি নতুন চরিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত মাহি। তিনি বলেন, ‘একই নির্মাতার সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। তার নির্মাণ ও গল্পে বরাবরই ব্যতিক্রম কিছু থাকে। তেমনটি দোয়া নাটকেও রয়েছে। এ ছাড়া আমার অভিনয় ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন নির্মাতা। এতে যে চরিত্রে আমি অভিনয় করেছি, আগে তা করা হয়ে ওঠেনি। যে কারণে চ্যালেঞ্জিং এই চরিত্রটিতে আমি মন দিয়ে অভিনয় করেছি। আশা করি নাটকটি প্রচারের পর দর্শক আমাদের পরিশ্রমের মূল্য দেবেন।’

ফটোর কোনো বিবরণ নেই।ফটোর কোনো বিবরণ নেই।

এ সময় নতুন নতুন চরিত্রে কাজের বিষয়ে আগ্রহের কথাও বলেন মাহি। তিনি আরও বলেন, ‘একজন আর্টিস্ট সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। এর কারণ হচ্ছে চরিত্রে নতুনত্ব না থাকলে হাপিয়ে যেতে হয়। তাহলে কাজের প্রতি আর ভালোবাসা থাকে না। তখনই ভালো কাজ থেকে আমরা দূরে সরে যাই। তাই আমি চ্যালেঞ্জিং চরিত্র পেলে আরও বেশি খুশি হই।’

1 জন এবং হাসছে-এর একটি ছবি হতে পারে1 জন এবং হাসছে-এর একটি ছবি হতে পারে

‘দোয়া’ নাটকের গল্প নিয়ে নির্মাতা রবিউল সিকদার বলেন, ‘এই শহরের একজন সেবিকার জীবন যুদ্ধের গল্প নিয়ে নির্মাণ করেছি নাটকটি। আমি মনে করি মানুষের সেবা করে দোয়া নেয়াটাও অনেক বড় নেয়ামত। এতে সেবিকার ভূমিকায় অভিনয় করেছেন সামিরা খান মাহি। আমার কাছে তার সময় সচেতনতা, অভিনয়ের প্রতি প্রেম ভালোবাসা, অধ্যবসায় ও গল্প বুঝে চরিত্রানুযায়ী অভিনয় করার বিষয়গুলো দারুণভাবে মুগ্ধ করেছে। পরিচালককে পূর্ণ সহযোগিতা করার মধ্য দিয়ে পরিচালকের কথামতো শতভাগ কাজ করার মধ্যদিয়েই একজন শিল্পীকে নিজের অভিনয় প্রতিভাকে যথাযথভাবে প্রকাশ করতে পারে। মাহি ঠিক তাই করেছেন। তার চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন।’

ফটোর কোনো বিবরণ নেই।ফটোর কোনো বিবরণ নেই।

নাটক ছাড়াও মাহিকে নিয়মিতই ওটিটি কনটেন্টে অভিনয় করতে দেখা যায়। এ ছাড়া বিজ্ঞাপন নিয়েও ব্যস্ততা আছে তার। তবে এখনো বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাকে।

 

একুশে সংবাদ/এসএস

Link copied!