হঠাৎ করেই বলিউড সুপারস্টার সালমান খানের নামে ভুয়া খবর ছড়াল। মার্কিন মুলুকে সালমান কনসার্ট করতে যাচ্ছেন- এমনটি প্রচার করে বিক্রি হচ্ছে টিকিট। কিন্তু এর সঙ্গে ভাইজানের কোনও সম্পর্ক নেই। সাবধান করলেন অভিনেতার আপ্তসহায়ক জর্ডি পটেল।
সোমবার সালমান খানের ম্যানেজার সোশাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্য করে লিখলেন, যে টিকিট বুকিং সাইটটা প্রকাশ্যে এসেছে। ওটা একেবারেই ভুয়া। সালমানের কোনও কনসার্ট মার্কিন মুলুকে হচ্ছে না। দয়া করে টিকিট কাটবেন না।
সালমানকে সাধারণত গম্ভীর মুখেই দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও অনেকবার মেজাজ হারিয়েছেন তিনি। তবে ৮ সেপ্টেম্বর, রবিবার বোন অর্পিতার বাড়ির গণপতি বিসর্জনের শেষপাতে পরিবারের সদস্যদের সঙ্গে নেচে বাজিমাত করলেন ভাইজান। সেই ভিডিওই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
অর্পিতা খান, আয়ুষ শর্মা, সোহেল খান, আরবাজ খান, আরহান, নির্বাণ, আলিজা অগ্নিহোত্রী-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সালমানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাজির ছিলেন অর্পিতা শর্মার গণপতি বিসর্জনের অনুষ্ঠানে। সেখানেই নাচতে দেখা যায় ভাইজানকে।
আগামীতে সালমানকে দেখা যাবে ‘সিকান্দর’ ছবিতে। এই ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন অভিনেতা। বেশ কিছু দিন চলাফেরা করতেও বেগ পেতে হয়েছিল তাকে।
একুশে সংবাদ/এসএস
আপনার মতামত লিখুন :