AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বের সবচেয়ে ধনী মার্কিন পপ তারকা টেইলর সুইফট


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৩০ পিএম, ৯ অক্টোবর, ২০২৪
বিশ্বের সবচেয়ে ধনী মার্কিন পপ তারকা টেইলর সুইফট

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তার তারকা খ্যাতি বিশ্বজুড়ে। সংগীত দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ইতিহাস। এবার টেইলরের নাম আসলো বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার কাতারে।

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। এ মুহুর্তে তার সম্পদের দাম প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা। এর আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এবার সম্পদের দিক থেকে রিহানাকে পেছেনে ফেলে দিলেন টেইলর। খবর : পিপলস ম্যাগাজিন

Taylor Swift announces support acts for ‍‍`Eras Tour‍‍` in Wembley

তবে তার সম্পদের পরিমান এখনই প্রকাশ করছে না ফোর্বস ম্যাগাজিন। আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা এ মাসের শেষের দিকে দেওয়ার কথা রয়েছে। সুইফটের সম্পদের সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করার পরই তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

সবাইকে ছাড়িয়ে গেলেন ‍‍`লাভার‍‍` টেইলর সুইফট

সুইফটের সম্পদের ৬০০ মিলিয়ন আসে কনসার্ট এবং গানের সম্মানী থেকে। ৬০০ মিলিয়ন আসে তার মিউজিক লাইব্রেরি থেকে। অন্যদিকে ১২৫ মিলিয়ন আসে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে। এছাড়াও এ গায়িকা ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে পেয়েছেন ১০০ মিলিয়ন ডলার।

টেইলর সুইফটের এখন পর্যন্ত স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়েছে ১১টি। তার প্রথম অ্যালবাম নিজের নাম ‘টেইলর সুইফট’ শিরোনামে বের হয় ২০০৬ সালে। এরপর ‘ফিয়ারলেস’ ২০০৮, ‘স্পিক নাউ’ ২০১০, ‘রেড’ ২০১২, ‘১৯৮৯’ ২০১৪, ‘রেপ্যুটেশন’ ২০১৭, ‘লাভার’ ২০১৯, ‘ফোকলোর’ ২০২০, ‘এভারমোর’ ২০২০, ‘মিডনাইটস’ ২০২২ এবং সবশেষ ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালের এপ্রিলে প্রকাশ পায়।

 

একুশে সংবাদ/এসএস

Link copied!