মারা গেছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা অতুল পারচুরে। গত ১৪ অক্টোবর সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মাস কয়েক আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন অতুল।
কপিল শর্মা শো-তে অনেক দিন ধরে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করছিলেন অতুল। টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
‘যম হ্যায় হাম’, ‘বড়ি দূর সে আয়ে হ্যায়’র মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে অতুলকে। তার অভিনীত চরিত্রগুলোতে খুব সহজেই মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন।
প্রসঙ্গত, ‘খাট্টা মিঠা’, ‘অল দ্য বেস্ট’, ‘আওয়ারাপন’ , ‘সালাম-ই-ইশক’র মতো অসংখ্য বলিউড সিনেমায় দেখা গেছে অতুলকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :