AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিয়েতনামে আফসানা মিমির সিনেমা পুরস্কার পেলো


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৬ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
ভিয়েতনামে আফসানা মিমির সিনেমা পুরস্কার পেলো

ঢালিউডের বরেণ্য অভিনেত্রী আফসানা মিমি। একজন নির্মাতাও তিনি। বহু নাটক বানিয়ে নিজের নির্মাণশৈলীর প্রমাণ দিয়েছেন। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর বানিয়েছেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘ডলস হাউস’, ‘সায়ংকাল’সহ বেশ কিছু ধারাবাহিক।

এবার পরিচালক হিসেবে পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। আফসানা মিমির নতুন প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার পেয়েছিল সিনেমাটি। এবার সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা হলো রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন।

৭ নভেম্বর থেকে ভিয়েতনামে শুরু হয় সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শেষ হয় ১১ নভেম্বর। পাঁচ দিনের এই উৎসবের প্রজেক্ট মার্কেটে এবার অংশ নেয় ২০টি দেশের ৭০টি সিনেমা। সেখান থেকে ৮টি প্রজেক্ট নির্বাচিত করে এসব সিনেমার নির্মাতাদের নিয়ে ৫ দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে বিনিয়োগকারীদের সামনে নির্মাতারা তাদের প্রজেক্ট উপস্থাপন করেন। উৎসবের সমাপনী দিনে জানানো হয় বিজয়ীর নাম। এতে মিমির রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস ছাড়াও জয়ী হয়েছে ফয়সাল সয়লাল পরিচালিত তুরস্কের সিনেমা ‘রাহমা’। হ্যানয় টাইমস জানিয়েছে, বিজয়ী হওয়া সিনেমার নির্মাতা পাবেন ৫ হাজার ৩২০ মার্কিন ডলার।

এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট বিভাগের পুরস্কার ঘোষণার পর পরিচালক আফসানা মিমির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জানা গেল, ভিয়েতনামের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই প্রজেক্ট মার্কেট। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সিনেমাকে পরিচিত করানোর পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে ভিয়েতনামের স্থানীয় ইন্ডাস্ট্রির সংযোগ স্থাপনে এ প্রজেক্ট কার্যকর হবে বলে মত উৎসব কর্তৃপক্ষের। প্রজেক্ট মার্কেটে নির্বাচিত প্রকল্পগুলো নির্মাণের জন্য অর্থায়ন করেন উৎসবে অংশ নেওয়া প্রযোজক ও বিনিয়োগকারীরা।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!