AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন থুই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৪৯ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন থুই

এবারের মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন ভিয়েতনামের মডেল হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে জমকালো এক অনুষ্ঠানে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন তিনি। পাশাপাশি এই আসরে ভিয়েতনামের প্রথম কোনো বিজয়ী হিসেবে গড়লেন ইতিহাস।

মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন থান থুই

বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২২ বছর বয়সী এই সুন্দরী বলেন, ‘সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল। অবশেষে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে সমস্ত ভালবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’

আন্তর্জাতিক মঞ্চ জয় করার আগে থান থুই হো চি মিন সিটির ফু থো স্টেডিয়ামে মিস ভিয়েতনাম ২০২২-এর মুকুট জয় করেছিলন। মিস দা নাং ইউনিভার্সিটি ২০২১ এবং মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং ২০২১-এ প্রথম রানার-আপ হয়েছিলেন।

Huynh Thi Thanh Thuy to represent Vietnam at Miss International 2024 |  Angelopedia

২০০২ সালে জুলাই মাসে জন্মগ্রহণ করা থান থুই ছোটবেলা থেকেই মডেলিংয়ে বেশ আগ্রহী ছিলেন তিনি। নিজের দেশের র‌্যাম্পে হেঁটেছিন বহুবার। সেই সঙ্গে বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য মডেলিং হিসেবেও কাজ করেছেন। এছাড়া সিউল ফ্যাশন সপ্তাহে মঞ্চেও তার উপস্থিত ছিল। এসবের পাশাপাশি একটি ক্যান্সার প্রতিরোধ সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি পরিচিত মুখ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!