AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সাধুমেলা’ বসবে মানিকগঞ্জে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১১ পিএম, ২১ নভেম্বর, ২০২৪
‘সাধুমেলা’ বসবে মানিকগঞ্জে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন সংলগ্ন বাজারের বটতলায় এই ‘সাধুমেলা’ আয়োজিত হবে।

মূল আয়োজন শুরু হবে বিকেল পাঁচটা থেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার।

সাধুমেলায় দলীয় সংগীতের মধ্যে ‘এলাহী আলমিন গো আল্লাহ’ পরিবেশন করবেন সেন্টু ও তার দল, ‘আল্লাহ বলো মনরে পাখি’ পরিবেশন করবেন গফুর ও তার দল,  ‘যেখানে সাঁইর বারামখানা’ পরিবেশন করবে রেজুয়ানুল ও তার দল, ‘ধন্য ধন্য বলি তারে’ পরিবেশন করবেন হযরত আলী শাহ্‌ ও তার দল।  

একক সংগীত ‘এসো হে দয়াল কান্ডারী’ পরিবেশন করবেন যোগী ফকির, ‘চরণ ছাড়া করোনা হে দয়াল হরি’ পরিবেশন করবেন রেহেনা পারভীন, ‘লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে’ পরিবেশন করবেন জালাল মিয়া,  ‘কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়’ পরিবেশন করবেন বিউটি পারভীন, ‘মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে’ পরিবেশন করবেন মো: অসীম উদ্দিন।

এরপর একক সংগীত ‘ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি’ পরিবেশন করবেন রাসেল শাহ্‌ ও ‘নৈরাকারে ভাসছে রে এক ফুল’ পরিবেশন করবেন অর্পা খন্দকার। সবশেষে দলীয় সংগীত ‘মিলন হবে কত দিনে’ পরিবেশন করবেন সীমান্ত ও তার দল। এছাড়াও সংগীত পরিবেশন করবেন শিল্পী হিরক সরদার, আবিদা রহমান সেতু এবং রোকসানা আক্তার রুপসা।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!