নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তুলকালাম কাণ্ড। অনুমতি ছাড়া ‘নানুম রাউডি ধান’ সিনেমার ফুটেজ নিজের তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা। এবার নয়নতারা দম্পতির বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা-প্রযোজক ধানুশ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৫ সালে মুক্তি পায় তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’। যেখানে অভিনয় করেছিলেন নয়নতারা। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন ধানুশ। নয়নতারার নতুন তথ্যচিত্রে ‘নানুম রাউডি ধান’ ছবি ৩ সেকেন্ডের ভিডিও ব্যবহারের অনুমতি চেয়েছিলেন নায়িকা। কিন্তু নয়নতারার ৩ সেকেন্ডের আবদার দিনের পর দিন এড়িয়ে গেছেন ধানুশ।
ধানুশ অনুমতি না দিলেনও ৩ সেকেন্ডের সেই ফুটেজ নিজের তথ্যচিত্র ব্যবহার করেন নয়নতারা। পরে গেল ১৬ নভেম্বর ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র থেকে ৩ সেকেন্ডের ফুটেজ সড়ানোর হুঁশিয়ারি দিয়ে দশ কোটি টাকার আইনি নোটিশ পাঠান ধানুশের আইনজীবী। কিন্তু ফুটেজ না সড়িয়ে নেটফ্লিক্সে মুক্তি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র।
এর প্রেক্ষিতে বুধবার মাদ্রাজ হাইকোর্টে নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগনেশ শিবন এবং তাদের প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেন ধানুশের আইনজীবী। বুধবারই মামলার শুনানি শুরু হয়েছে এবং বিচারপতি নয়নতারা-ভিগনেশদের জবাব জানতে চেয়েছেন।
এর আগে ধানুশকে উদ্দেশ্য করে নয়নতারা বলেন, ‘আপনি নিজেকে যতটা দেখান ততটা মোটেই নন। কারণ, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে বেশি বলেন। ছবির প্রচারের সময় ধানুশ নিজের প্রকৃত রূপ অনেকটাই লুকিয়ে রাখেন। সহজ-সরল অনুরাগীদের সামনে যে টুকু তুলে ধরেন সেটা প্রকৃত ধানুষ নন। আইনি বার্তা তার প্রমাণ। তিন সেকেন্ডের ওই অংশ দেখানোর অনুমতি চেয়ে কমবেশি আড়াই বছর লড়তে হয়েছে আপনার সঙ্গে। তারপরেও আপনার অনুমতি পাইনি! শেষে সমস্ত অংশ বাদ দিয়ে সমাজমাধ্যম থেকে ছবির সামান্য কিছু অংশ নিয়েছিলাম। তাতেও এত কাণ্ড!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :