এবার ফোন বা চিঠিতে নয়। শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে না পারলেও, দূর থেকেই সালমানকে প্রাণনাশের হুমকি দেন সেই ব্যক্তি। তার দাবি, তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক।
বুধবার রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এরপর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
প্রসঙ্গত, একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে।
অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সালমানকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোইর গোষ্ঠী। কখনো পাঁচ কোটি, কখনো দু’কোটি টাকা দাবি করা হয় তার কাছ থেকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :