AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘অনেকে বলেছেন, প্রেগন্যান্ট সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:১১ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
‘অনেকে বলেছেন, প্রেগন্যান্ট সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, শিগগিরই অভিনয় জগতকে বিদায় নেবেন তিনি। এবার জানালেন, সবাই ভাবছেন তিনি প্রেগন্যান্ট। তাই অভিনয় ছেড়ে দিচ্ছেন অহনা।

তিনি বলেন, অনেক দিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।

এ দিকে অহনার অভিনয় ছাড়ার খবরে ভক্তদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে আবারো গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি।

অহনা বলেন, আমার কাজ কমিয়ে দেওয়ার খবরে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে। এর মধ্যে কারও ধারণা, আমি প্রেগন্যান্ট। কেউ লিখেছেন, প্রেগন্যান্ট হওয়ার কারণে অভিনয় ছেড়ে দিচ্ছে। কেউ বলেছেন, বাচ্চাকাচ্চা নেবেন তো সে কারণেই এই সিদ্ধান্ত।

অভিনেত্রী বলেন, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে।

অভিনয় থেকে অহনার বিদায় নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাহ বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না। বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝতে পেরেছে কিছু নিয়ে কষ্ট পেয়েছি আমি। তারপর থেকে আর চাপ দিচ্ছেন না।

প্রসঙ্গত, ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অহনা। যেখানে ছেলের বউদের প্রতি শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!