আট বছর আগে তৎকালীন শিল্পকলা একাডেমি প্রশাসনের বাধায় বন্ধ হয়ে যায় তীরন্দাজ নাট্যদলের নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এমনকি শিল্পকলায় নাটক মঞ্চায়নে তাদের ওপর ছিল অলিখিত নিষেধাজ্ঞা। সেই নাটকটি আবারো মঞ্চে আসছে আগামীকাল। আর সেই নাটকটিতে নতুন করে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল ৫.৩০ মিনিটে একটি শো হবে, এরপর সন্ধ্যা ৭.৩০ মিনিটে আরেকটি শো হবে।
এ ব্যপারে নওশাবা বলেন, ‘একেবারেই হুট করে একটি মঞ্চ নাটক করে ফেলেছি। নাম ‘কণ্ঠনালীতে সূর্য’। মাত্র চার দিন রিহার্সেল করে সাহস করে মঞ্চে উঠব আগামীকাল। এটা তীরন্দাজ নাট্য গোষ্ঠীর সঙ্গে আমাদের ‘টুগেদার উই ক্যান’-এর একটি যৌথ প্রযোজনা। নাটকটি এতো দ্রুত মঞ্চে আনার প্রয়োজনীয়তা অনুভব করার কারণ হলো, এর যে বক্তব্য তা আমরা বিশ্বাস করি। সেটি হলো, প্রাণীর প্রতি ভালোবাসা। বিশেষ করে কুকুরের প্রতি সহমর্মিতার কথা বলা হবে নাটকের একটি অংশে। বিষয়টি সম্প্রতি আলোচিত ইস্যু। জাপান গার্ডেন সিটিতে বেশকিছু কুকুর হত্যার কথা অনেকেই জানেন, এমন অনেক ঘটানই ঘটছে চারপাশে। এখনই সময় অবলা প্রাণীর জন্য দাঁড়ানোর, তাদের হয়ে কথা বলার। এজন্যই নাটকটি করা।’
২০১৬ সালের ২০ জুলাই শিল্পকলা একাডেমিতে ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটক মঞ্চায়ন ও ‘বাকবিতণ্ডা ও বাহাস’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেই বাহাসে আলোচনা করার কথা ছিল তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের। আগামীকালও নাটকের আগে সেই বাহাসের আয়োজন করা হয়েছে। স্বৈরাচার পতন দিবসে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য ওই বাহাসের শিরোনাম ‘বাগবিতণ্ডা’। বাগবিতণ্ডার বিষয়, ‘যোগ্য স্বৈরাচারকে বিরোধীতার বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের অগ্রযাত্রা সুগম হয়’।
যোগ্য স্বৈরাচারের পক্ষে উকালতি করবেন অভিনেতা ও নির্দেশক দীপক সুমন, অন্যদিকে বিরোধীতা করবেন আনু মুহাম্মদ। বাহাসটিতে যোগ দিতে পারবেন যে কেউ। বাহাসের পর দর্শনীর বিনিময়ে দেখা যাবে মোহিত চট্টোপাধ্যায় রচিত, দীপক সুমন নির্দেশিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’।
নাটকে দেখা যাবে, একজন আগন্তুকের কণ্ঠনালিতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সেটা বের করতে চান অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চান। সেটা জানার পর স্থান-কাল-পাত্রের সব যুক্তি ভেঙে এই আগন্তুক মধ্যবিত্ত জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ান। পরম বাস্তবতা, পরাবাস্তবতা এবং অস্তিত্ববাদের সংকট, সংঘর্ষ ও মিলনের গল্প জানা যায় কণ্ঠনালিতে সূর্য নাটকে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করবেন শায়র নিয়োগী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, যোশীয় জয়দেব দাস, রমিন মজুমদার, নিশান সিয়াম ও দীপক সুমন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :