কয়েকদিন আগেই সোশ্যল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নির্মাতা ও ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান―শিগগিরই প্রচারে আসতে যাচ্ছে ‘৮৪০’ সিনেমা। আর এবার জানা গেল সেই সিনেমা মুক্তির তারিখ।এর আগে ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ‘৪২০’ টিভি সিরিজ নির্মাণ করেছিলেন নির্মাতা ফারুকী। সেই সিরিজটিই দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন নামে নতুন ধাঁচে পর্দায় নিয়ে আসছেন এ নির্মাতা।
ইতোমধ্যে নতুন সিনেমা অর্থাৎ ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেইলার রিলিজ হয়েছে। যা প্রকাশের পরই শোরগোল তৈরি হয়েছে দর্শকমহলে। এরপর দর্শকদের প্রশ্ন উঠে, কবে, কখন এবং কোথায় দেখতে পাওয়া যাবে ‘৮৪০’? এবার জানা গেল, চলতি মাসের ১৩ তারিখ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ‘৮৪০’- এর অফিশিয়াল পোস্টার মুক্তি দেয়া হয়। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে সিনেমাটি।
এতে অভিনয় করেছন অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ রাজশাহী ও নওগাঁর কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারদিকে যেন ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা ফারুকী। আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :