AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম সপ্তাহেই গোটা বিশ্বে ৮০০ কোটি পার পুষ্পা ২


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৫২ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৪
প্রথম সপ্তাহেই গোটা বিশ্বে ৮০০ কোটি পার পুষ্পা ২

বক্স অফিসের আসল বস তিনিই! ফের প্রমাণ করে দিলেন আল্লু অর্জুন। অতিমারী জর্জরিত ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল পুষ্পা-দ্য় রাইজ। আর সেই ছবির সিকুয়েলে এখন আক্রান্ত গোটা দেশ। সুকুমার পরিচালিত পুষ্পা ২ দ্য রুল ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনেি ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল। রবিবার পর্যন্ত ছবির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা!

Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে পুষ্পা ২ গত ৪ঠা ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি টাকা আয় করেছিল। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল।

রবিবার, চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। যার জেরে প্রথম সপ্তাহান্তে পুষ্পা ২-এর কালেকশন পৌঁছে গেল ৫২৯.৫০ কোটি টাকায়। শনিবারের চেয়েও রবিবার বেড়েছে পুষ্পা ২-এর আয়।

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে  পুষ্পা ২: দ্য রুল‍‍`। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এর এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল এই ছবি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে পুষ্পা ২।

Pushpa 2: Rashmika Mandanna Shares Big Update, To Finally Begin Shoot For  Film On Tuesday Night - News18

হিন্দি বলয়েও আল্লু অর্জুন ম্যাজিক অব্যাহত রয়েছে। প্রথম তিন দিনেই পুষ্পা ২-এর হিন্দি ভার্সন ছাপিয়েছে ২০০ কোটির মাইলস্টোন। আল্লু পিছনে ফেলেছেন শাহরুখ খানকে। পুষ্পা ২: দ্য রুল ২০২১ সালের ছবি পুষ্পা: দ্য রাইজ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে। অর্জুনের পুষ্পা রাজ এখন একটি লাল চন্দন কাঠ চোরাচালান সিন্ডিকেটের প্রধান, রশ্মিকার শ্রীবল্লী এখন তার স্ত্রী।

ছবিতে ফাহাদ ফাসিলের দেখা মিলেছে পুলিশ অফিসার ভানওয়ার সিং শেকাওয়াতের চরিত্রে। পুষ্পার সম্রাজ্যের পতনই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য়। ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে, তবে এটি বক্স অফিসে অশ্বমেধ ঘোড়ার মতো ছুটে চলেছে এই ছবি। যার শেষ কোথায় এখনই জানা নেই। দেশের বক্স অফিসে সর্বকালের সেরা আয় করা ছবির দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে পুষ্পা ২।

এদিকে প্রিমিয়ারের দিনই একটি বড় অঘটন ঘটে গিয়েছে। পুষ্পা ২ দেখতে এসে পদপিষ্ঠ হয়ে মারা যান এক মহিলা। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আচমকাই হাজির হন আল্লু। সুপারস্টারকে এক ঝলক দেখতে বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ মৃত মহিলা ৯ বছরের ছেলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর পরই আল্লু অর্জুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!