একটি ভিডিওতে দেখা যায়, হঠাৎ একটি কমেডি শো থেকে বেরিয়ে যাচ্ছেন অভিষেক। অমিতাভ বচ্চনকে নিয়ে ইয়ারকি মেনে নিতে না পেরেই নাকি শো ছেড়েছিলেন জুনিয়র বচ্চন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ঘটনাটি ২০২২ সালের। সেই সময় অভিষেক বচ্চন অংশ নিয়েছিলেন রীতেশ দেশমুখের কমেডি শো ‘কেস তো বানতা হ্যায়’ নামক একটি অনুষ্ঠানে। সেই শো-তে কৌতুক অভিনেতা পরিতোষ ত্রিপাঠীও ছিলেন। যিনি সমস্ত সেলিব্রিটিদের ট্রল করেন বলে পরিচিত।
সেদিন অমিতাভ বচ্চনকে নিয়ে এমন মজা-ঠাট্টা করেছিলেন ওই ব্যক্তি যা সম্ভবত মেনে নিতে পারেননি অভিষেক। অভিনেতার চোখে-মুখ দেখে অনেকেরই মনে হয় তিনি হয়ত রেগে গিয়েছেন।
অনুষ্ঠানের মাঝে পরিতোষ যেভাবে ঠাট্টা-ইয়ার্কি করছিলেন, তাতে রেগে যান অভিষেক। অভিনেতার কথায়, ‘কমেডি ঠিক আছে, কিন্তু তাই বলে মা-বাবাকে নিয়ে এমন মজা করা উচিত নয়।’
‘এটা আমার একদম ভালোলাগে না। আমাদের কিছু সম্মান বজায় রাখা উচিত গুরুজনদের প্রতি। কমেডিরও একটা সীমা রয়েছে। আমাদের কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়।’
অভিষেক এতটাই রেগে যান যে তিনি মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেট থেকে বেরিয়েও যান। যা দেখে থমকে যান রীতেশ ও পরিতোষ। তারা ভাবতেই পারেননি এতটা সিরিয়াস হয়ে যাবেন অভিষেক। কৌতুক অভিনেতা পরিতোষকে তখন উদ্বিগ্ন হয়ে পড়তে দেখা যায়। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়।
একুশে সংবাদ//ঢা.প//র.ন
আপনার মতামত লিখুন :