AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী ল্যারিসা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:০৮ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী ল্যারিসা

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই। গত ৮ ডিসেম্বর দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪০ বছর বয়স হয়েছিল এ গায়িকার।ইয়াহো এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে ল্যারিসার মৃত্যুর খবর। প্রতিবেদনে বলা হয়েছে, কানসাস সিটির স্থানীয় এবং অ্যাকোস্টিকসোল মিউজিশিয়ানে ব্যাপক প্রভাব ফেলেছেন গায়িকা ল্যারিসা। মা এবং দেশাত্ববোধক শক্তিশালী গানও লিখেছেন তিনি।

এ গায়িকা ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে দেশটির প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও প্রোডিউসার জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন। তিনি জনপ্রিয় লেখকের রাউন্ড, ব্ল্যাক অপ্রিতে-ও পারফর্ম করেছিলেন।

এছাড়া ন্যাশভিল মেজর লিগ সকার টিম গেমের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশ হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছিলেন ল্যারিসা। দ্য একাডেমি অব কান্ট্রি মিউজিকের অনর‌্যাম্প প্রোগ্রাম থেকে স্নাতক করেছেন। দ্য রেকর্ডিং একাডেমি, দ্য ব্ল্যাক মিউজিক অ্যাকশন কোয়ালিশন ও ব্ল্যাক অপ্রির সদস্য ছিলেন।

ল্যারিসা মাত্র ১৬ বছর বয়সে খ্রিস্টান সংগীত লেখা শুরু করেন। ২০১০ এর দশকের শেষ দিকে একজন সরকারি রেকর্ডিং শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ‘বার্মিংহাম’, ‘জাস্ট লাইক দ্যাট’, ‘দ্য থটস দ্যাট হ্যাপেন’ গানের জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত তিনি।

ল্যারিসা অভিনয়শিল্পী লরেন ডাউগল, ড্যানি গোকি, ক্যারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের সঙ্গেও কাজ করেছেন। ক্যারিয়ারে ন্যাশভি ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন।

 

একুশে সংবাদ/ এস কে
 
 

Link copied!