‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে দেখতে এসে পদপৃষ্ঠ হয়ে নারী ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এবার ফের মৃত্যুর কারণ হলো সিনেমাটি। অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে। মৃত যুবকের নাম মদানাপ্পা। পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা। চার সন্তানের মদানাপ্পা।
পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে কখন কীভাবে মৃত্যু ঘটেছে মদানাপ্পার জানতে পারেনি ভারতীয় পুলিশ।
মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি তুলে নিয়েছে ‘পুষ্পা ২’। প্রথমদিনই ‘আরআরআর’-এর রেকর্ড হাতিয়ে নিয়েছে ‘পুষ্পা ২’। এর আগ পর্যন্ত ১৩৩ কোটি তুলে ফার্স্ট ডের ওপেনিং কালেকশনের রেকর্ড নিজের করে রেখেছিল ‘ত্রিপল আর’। ১৭৪ ক্রোড় আয় করে ছবিটিকে হটিয়ে দিয়েছে আল্লু-রাশমিকার ছবিটি।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়।
গেল বারের মতো এবারও আল্লুর বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। ছিলেন ফাহাদ ফাসিলও। তার চরিত্রটি এবারও শক্তিশালী ছিল। পুষ্পা রাজের সঙ্গে তার টক্কর ছিল সেয়ানে সেয়ানে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :