নতুন বছরের শুরুতেই টলিউডে অভিষেক হচ্ছে এপার বাংলার গ্ল্যামারাস নায়িকা পরিমনির। নায়ক সোহমের সঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এই সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১৭ জানুয়ারি।
সংসার কিংবা ব্যক্তি জীবনের আগল থেকে ক্রমশ বিকশিত হচ্ছেন পরীমণি। ক’দিন আগেই প্রকাশ হলো তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সাড়া মেলেনি মন্দ। গ্ল্যামারাস নায়িকা অবতার থেকে চরিত্রাভিনেত্রী হয়ে ওঠার অন্যতম পাঠচক্র ছিলো সিরিজটি।
‘ফেলুবক্সী’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর বাসে রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।
একুশে সংবাদ//বি.ট্রি//র.ন
আপনার মতামত লিখুন :