AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বদলে যাচ্ছে শাহরুখের মান্নাত, কত কোটি খরচ হবে?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:২৩ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
বদলে যাচ্ছে শাহরুখের মান্নাত, কত কোটি খরচ হবে?

২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের মান্নাত। ২০০১ সালে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান, যেটি কিং খানের মান্নাত বলে পরিচিত। কেনার পর থেকেই একটু একটু করে মান্নাত কে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী।


তবে বাইরে থেকে কোনোরকম হলেও মান্নাতের অন্দরের সাজসজ্জা অত্যন্ত বিলাসবহুল। মূলত মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে, সে কারণে বাইরের দিক থেকে রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী। ফলে এবার শাহরুখের মান্নাতে আসতে চলেছে বড়সড় বদল।

Shah Rukh Khan-Gauri khan | The Enforcement Directorate served notice to  Gauri Khan, the wife of Bollywood actor Shah Rukh Khan dgtl - Anandabazar

বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে।

 

এবার যুক্ত হতে চলেছে আরও দু’টি তলা, অর্থাৎ তাদের ছয়তলা বাড়িটি এবার আটতলা হতে চলেছে। যা তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি রুপি।

 

একুশে সংবাদ//বি.ট্রি//র.ন

Link copied!