AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরকে অন্তঃসত্ত্বার খবর জানিয়ে কারিনার ফোন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৩৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
আমিরকে অন্তঃসত্ত্বার খবর জানিয়ে কারিনার ফোন

সময়টা তখন করোনা মহামারির। চলছে লকডাউন। এতে অবশ্য থমকেই ছিল লাল সিং চাড্ডার শ্যুটিং। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা। এমন অবস্থায় শ্যুটিং থেকে দূরে থাকতে চান কারিনা। তাই স্বামী সাইফ আলি খান নায়িকাকে পরামর্শ দেন- বিষয়টি সহ অভিনেতা আমির খানকে জানাতে। সে মতো আমিরকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে আমিরকে ফোন করেন কারিনা।


অভিনেত্রী বলেন, ‘লাল সিং চাড্ডা ছবির শ্যুটিংয়ের সময় কোভিড চলে আসে এবং তারপরে আমি গর্ভবতী (জেহর জন্মের আগে) হয়ে পড়ি। আমি চিন্তায় পড়ে যাই। কারণ, সিনেমার মাঝখানে আছি আমরা। তখন সাইফ আমাকে বলে, তোমার এ বিষয়টি সবার আগে আমিরকে বলা উচিত। আমি ভাবলাম, আমির এটাকে কিভাবে নেবে জানিনা, কারণ তখনও ছবির অর্ধেক শ্যুটিং বাকি আছে।’

বড়পর্দায় ফিরছে আমির-কারিনা ম্যাজিক | ঢাকা অর্থনীতি


এরপর আমিরের জবাব তুলে কারিনা বলেন, ‘আমি আমিরকে ফোন করে বলি, আমাকে রিপ্লেস করে নিতে। বলি, আমি একজন মা এবং আমি আমার দ্বিতীয় সন্তান নিতে চাই। একরকম বিড়বিড় করছিলাম। আমির শুধু বললেন- আমি তোমার জন্য খুব খুশি। আমরা এই ছবিটা করছি এবং আমরা একসঙ্গেই করছি। আমি তোমার জন্য অপেক্ষা করব, এবং যাই হোক না কেন, তুমি থাকছো।’

সৌদিতে সম্মানিত আমির, ৬ লাখ রুপির গাউনে কারিনা


সবশেষ কারিনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কিছু লোক আছেন যারা আপনাকে জীবন এগিয়ে যাওয়ার জন্য এবং আপনার সিদ্ধান্তে অটল থাকার জন্য আপনাকে মূল্য দেবে। আমি খুব খুশি যে আমির এটা করেছিল এবং আমরা এই ছবিটা একসঙ্গে করতে পেরেছি।’


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!