AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কীর্তি সুরেশের ১৫ বছরের প্রেমের হলো জয়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
কীর্তি সুরেশের ১৫ বছরের প্রেমের হলো জয়

আজ ১২ ডিসেম্বর ভারতের গোয়াতে দুই পরিবারের সদস্য ও প্রিয়জনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কীর্তি ও অ্যান্টনি। এই দম্পতি তাদের বিয়ের ছবি নিজেরাই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘ ১৫ বছরের প্রেম। সেই প্রেম শেষ পর্যন্ত সাফল্যের আলোয় উদ্ভাসিত হলো। কীর্তি সুরেশ তার বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে হার্টের ইমোজি দিয়ে লিখেছেন, ‌‘#ForTheLoveOfNyke’. তার পোস্টটি শেয়ার করে রাশি খান্না এবং হানসিকা মটওয়ানিসহ অনেক সেলিব্রিটি নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

১৫ বছরের প্রেমের হলো জয়, কীর্তি সুরেশের বিয়ের ছবি ভাইরাল


বিয়ের ছবিতে কীর্তি সুরেশকে দক্ষিণ ভারতীয় কনের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। তিনি সবুজ এবং হলুদ রঙের সিল্ক শাড়ি পরেছিলেন। যা চমৎকার কারুকাজে সজ্জিত। শাড়ির ছিল উজ্জ্বল, যা তার পোশাকের মধ্যে বৈচিত্র্য এবং সমৃদ্ধি যোগ করেছে। তার ব্লাউজও শাড়ির সঙ্গে মিল রেখে ঐতিহ্যবাহী অলংকরণে সাজানো ছিল। গয়নাতেও মুড়ানো ছিলেন নববধূ কীর্তি। পরেছিলেন সোনালী হার, ভারী ঝুমকা, টিকলি, চুড়ি এবং ফুলের মালা। বিয়ের আমন্ত্রিত অতিথি কারা ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

jagonews24


তবে একাধিক ছবিতে ভারতীয় সিনেমার সুপারস্টার ও আলোচিত রাজনীতিবিদ থালাপতি বিজয়কে দেখা গেছে। তিনি ক্রিম রঙের শার্ট এবং মিলানো বেস্টির সঙ্গে দারুণ লুক নিয়ে হাজির হয়েছিলেন নায়িকা সহকর্মীর বিয়ের আসরে। ধারণা করা হচ্ছে আরও অনেক তারকাই গিয়েছিলেন কীর্তিকে শুভেচ্ছা দিতে।

 

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!