AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৬ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার!

মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’-এর শুটিং নিয়ে ব্যস্ত বলিউড অভিনেতা খিলাড়ি অক্ষয় কুমার । সেই ছবিরই একটি দৃশ্যের শুটিং-এর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা। জানা গেছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে অভিনেতা আশঙ্কামুক্ত রয়েছেন।


ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, অক্ষয় একটি কঠিন দৃশ্যের শুট করছিলেন, এমন সময় কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। ব্যথায় কাতড়াতে থাকেন অভিনেতা। সঙ্গে সঙ্গে শুটিংসেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। এরপর অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।

Arbaaz Khan | Arbaaz Khan reveals he was the first choice for Akshay  Kumar‍‍`s Khiladi dgtl - Anandabazar


ঘনিষ্ঠ সূত্র জানায়, অক্ষয় দ্রুত শুটিংয়ে ফিরতে চাইছেন। কারণ ছবির শেষ পর্যায়ের শুটিংয়ের কিছু কাজ বাকি আছে। তাই অক্ষয় ছবিটি ফেলে রাখতে চাইছেন না।


‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তালপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নার্গিস ফাকরি। এছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে।


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!