AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালমানের ভূয়সী প্রশংসায় রাশমিকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৪৬ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
সালমানের ভূয়সী প্রশংসায় রাশমিকা

‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে প্রথমবার জুটি বেধেছেন দক্ষিণী এই নায়িকা। দু’জনের বয়সের পার্থক্য ৩১ বছর। যে কারণে তাদের জুটি নিয়ে ভক্তদের মাঝেও কম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়নি। তবে সেসব আলোচনার তোয়াক্কা করেননি সালমান বা রাশমিকা দু’জনের কেউেই। জোরকদমেই চলছে ‘সিকান্দার’ সিনেমার শুটিং। আর শুটিংয়ের মাঝেই এবার সালমানকে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা।


একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’ সালমানের ভূয়সী প্রসংশা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, ‘তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!’

Rashmika Mandanna joins Salman Khan in ‍‍`Sikandar‍‍`: Report
সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি 
আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি। মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার বহু প্রতীক্ষীত ছবি ‍‍`পুষ্পা ২: দ্য রুল‍‍`। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে ‍‍`থামা‍‍` ছবির কাজও শুরু করেছেন তিনি।


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!