AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবাই দেখবে, মডেলিং ঘরে-বাক্সে বন্দি রাখার জন্য না : রুনা খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫১ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
সবাই দেখবে, মডেলিং ঘরে-বাক্সে বন্দি রাখার জন্য না : রুনা খান

ইদানীং সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই ভেসে আসে রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার। প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। মূলত একটি ম্যাগাজিনের কাভার মডেল হিসেবে সম্প্রতি কাজ করেছেন রুনা। বয়স চল্লিশের কোটায় থাকলেও মডেলিং যেন কোনো বাধা নয় তার কাছে। সেখানে যেই ছবিগুলো সংযোজন করা হয়েছে, সেই ছবি নিয়েই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তবে বিষয়গুলো নিয়ে মোটেই চিন্তিত নন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে রুনা বলেছিলেন, পোশাক কারও শালীনতা ধরে রাখে না।


রুনা খান বলেন, ‘তো, অন্যদেরটা ভাইরাল হয় না, সেই দায় তো আমার না। আপনারা যে দুই বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, অকারণে, এবং একটা ভুলভাবে একটা জিনিসের ব্যাখ্যা করছেন। আমি মডেল হিসেবে কাজ করছি, মডেল হিসেবে আরও পাঁচজন সহকর্মী কাজ করছেন- একই ডিজাইনারদের পোশাক পরে কাজ করছি।’

মডেলিং ঘরে-বাক্সে বন্দি রাখার জন্য না, সবাই দেখবে : রুনা খান


এর আগে এক সাক্ষাৎকারে খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে রুনা খান বলেন, ‘যে আপারা সবচেয়ে বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য, তারাই পর্দায় সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন।’


টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু হয় রুনা খানের। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া ছিটকিনি ছবিতে কাজের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!