AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালজয়ী সিনেমার রিমেকে জেনিফার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:২১ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
কালজয়ী সিনেমার রিমেকে জেনিফার

‘কিস অব দ্য স্পাইডার উইমেন’ সিনেমাটি হলিউডে মুক্তি পেয়েছিল ১৯৮৫ সালে। সময়ের পরিক্রমায় এটি আইকনিক একটি ক্লাসিক সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।


আবারও ফিরে আসছে সেই সিনেমাটি। নতুন করে এটি নির্মাণ করবেন বিলি কনডন। এতে প্রধান নারী চরিত্র অরোরার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ। নতুন খবর হলো, ম্যানুয়েল পুইগের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি ২০২৫ সালের সান্ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে বলে জানা গেছে।


এই সিনেমায় লোপেজের অংশগ্রহণ ইতিমধ্যেই বড় ধরনের আলোচনা সৃষ্টি করেছে। তার ভক্ত ও সমালোচকরা উন্মুখ হয়ে আছেন তাকে মোলিনার স্বপ্নের চরিত্র অরোরুরূপে অভিনয় করতে দেখার জন্য। রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রত্যাশিত স্বাধীনতা, রোমান্স ও ভালোবাসার মতো অনুভূতিপ্রবণ বিষয়গুলোকে স্পষ্ট করে ছবিটিতে ফুটিয়ে তোলা হবে। লোপেজের তারকাখ্যাতি এবং সিনেমার পরিবর্তনশীল দৃশ্যপটগুলো ছবিতে নতুন একটি দৃষ্টিভঙ্গি আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ নামের জনপ্রিয় উপন্যাসটি রচনা করেন মানুয়েল পুইগ। এটি ১৯৭৬ সালে প্রকাশ হয়। সেটিকে উপজীব্য করে ১৯৮৫ সালে নির্মিত হয় একই নামের সিনেমায়। সেটি পরিচালনা করেন হেক্টর ব্যাবেনকো। উপন্যাসের প্রধান তিনটি চরিত্র লুইস মোলিনা চরিত্রে উইলিয়াম হার্ট, ভ্যালেনটিন আরেগুই চরিত্রে রাউল জুলিয়া ও অরোরা বা স্পাইডার ওম্যান চরিত্রে সোনিয়া ব্রাগা অভিনয় করেন।


একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!