আজ (১৩ ডিসেম্বর) ভারতের হায়দারাবাদে গ্রেফতার করা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে। জানা গিয়েছে, চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। এ থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ থানায় নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপ করানোর জন্য নিয়ে যায়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিকে আল্লুর গ্রেফতারের খবর শুনেই অভিনেতার চাচা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী ছুটে যান জুবিলি হিলসের বাড়িতে। কিছুদিন আগে হায়োরাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় আল্লু অর্জুনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথে আল্লুর নতুন সিনেমা ‘পুষ্পা-২’। বুধবার পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। নতুন সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবারে সেই আয় ১০৫০ কোটি রুপি ছাড়িয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৭৭ কোটি টাকা। কোথায় গিয়ে থামবে পুষ্পার রাজত্ব, সে নিয়েই চলছে আলোচনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :