AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জমি পাওয়ার জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো: জয়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
জমি পাওয়ার জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো: জয়

হাসিনা সরকার পতনের পর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠি ভাইরাল হয়। জমি পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি লিখেছিলেন তিনি। সেটি প্রকাশ্যে আসার পর সমালোচনা ঘিরে থাকে তার চারপাশ। এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন জয়।

রাজধানীর পূর্বাচলে জমির জন্য ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি লিখেছিলেন শাহরিয়ার নাজিম জয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে সেই চিঠি।

চিঠি প্রকাশের পর বেশ বিতর্কের মুখে পড়েন জয়। অনেকে নানারকম তকমা জুড়ে দেন অভিনেতার নামের সঙ্গে। তবে সেসবে তেমনটা পাত্তা দেননি তিনি।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও মুখ খুলেছেন অভিনেতা। যেখানে জয় বলেছেন, ‘একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে। কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই। কারণ আমি অনুতপ্ত।’

জমি পেতে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো।’

স্বৈরাচার প্রসঙ্গে জয় বলেন, ‘বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে- তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গেছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত।’

সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমা। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি নানা প্রসঙ্গে কথা বলেছেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!