AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পাইডারম্যান তারকা টম হল্যান্ডের বড় স্বপ্নপূরণ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪১ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ডের বড় স্বপ্নপূরণ

সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি নতুন পদক্ষেপ নিচ্ছেন। ২৮ বছর বয়সী হল্যান্ড সনি পিকচার্সের সাথে তার সম্পর্ক আরও গভীর করতে চলেছেন। ‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড আসছেন নতুন পরিচয়ে। করেছেন একটি চুক্তি। এর মাধ্যমে তিনি নতুন প্রোডাকশন কোম্পানি ‘বিলি১৭’ -এর মাধ্যমে সিনেমা তৈরি করবেন।


টম তার ভাই হ্যারি এবং সাউথ ‘বার্ন্ট’ তৈরি করার পরিকল্পনা করছেন। এর চিত্রনাট্য লিখছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী নির্মাতা রডনি রথম্যান। তিনি ‘স্পাইডার-ম্যান : ইন্টো দ্য স্পাইডার-ভার্স’ ছবিরও চিত্রনাট্যকার। নতুন সিনেমায় টম হল্যান্ড অভিনয় করবেন, এমনটাই বলা হয়েছে এক প্রেস রিলিজে।


এছাড়াও বিলি১৭ সনি পিকচার্সের ট্রাইস্টার পিকচার্সের জন্য ‘দ্য রোজি প্রজেক্ট’ ও ‘দ্য উইনার’ উপন্যাস থেকে দুটি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। এগুলোতেও টমের অভিনয় দেখা যেতে পারে।

 

টম হল্যান্ড একটি বিবৃতিতে বলেছেন, ‘প্রায় এক দশক ধরে সনি পিকচার্সের সাথে আমার দারুণ এবং সফল সম্পর্ক রয়েছে। তাই তাদেরকে আমাদের প্রোডাকশন কোম্পানিটি চালু করার জন্য পারফেক্ট পার্টনার মনে হয়েছে। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল কোম্পানি করার। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে সেটি করতে পারলাম।’


একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!