AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাস্টিন বিবারের স্ত্রীর শুভেচ্ছা পেলেন সেলেনা গোমেজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫০ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
জাস্টিন বিবারের স্ত্রীর শুভেচ্ছা পেলেন সেলেনা গোমেজ

গেল ১১ ডিসেম্বর সেলেনা তার ইনস্টাগ্রাম একাউন্টে মিউজিশিয়ান বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদানের ঘোষণা দেন। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। হেইলি সেই পোস্টে ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্পর্কের মারপ্যাচ ভুলে সেলেনাকে বিয়ের সিদ্ধান্ত নেয়ায় শুভেচ্ছা দিয়েছেন তিনি।


সেই ২০১০ থেকে ২০১৮, ৮ বছর জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমযুগল। বিশ্বজুড়ে তাদের রোমান্স নিয়ে চলতো নারকম চর্চা। সেই প্রেম ভেঙে গেছে বহু আগে। সেলেনার কষ্ট হয়েছিল জাস্টিনকে ভুলতে। অনেক সাক্ষাৎকার ও গানে গানে তিনে সেই কষ্টের কথা বলেছেন। তবে জাস্টিন বিরহে ডুবে না থেকে বেছে নিয়েছিলেন মডেল হেইলিকে। প্রেম করে সংসারও পেতেছেন তারা। নামের শেষে জাস্টিনের পারিবারিক পদবী যোগ করে হেইলি হয়েছেন হেইলি বিবার।

বাবা হতে চলেছেন জাস্টিন বিবার!


হেইলির এই সমর্থন সেলেনার সঙ্গে বহু বছর ধরে চলে আসা দ্বন্দ্বের যে গুজব তাতে জল ঢেলেছে। মনে করা হয় জাস্টিনের সঙ্গে ঘনিষ্ট হওয়ার কারণে হেইলিকে অপছন্দ করেন সেলেনা। তবে ২০২৩ সালে যখন হেইলি জাস্টিন বিবারের স্ত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা হন তখন তার পাশে ছিলেন সেলেনা। সে বছরের মার্চ মাসে সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে হেইলির পক্ষে কথা বলেছিলেন এবং অনলাইনে তাকে হেনস্থা না করতে আহ্বান জানিয়েছিলেন। সেলেনা লিখেছিলেন, ‌‘এটি আমি কখনো সমর্থন করি না। কেউ যেন হেনস্থা বা ঘৃণার শিকার না হয়।’

Selena Gómez anuncia su compromiso con el productor discográfico Benny  Blanco | Fox News
এদিকে সেলেনার হবু স্বামী বেনি ব্ল্যাঙ্কোকেও পছন্দ করেন হেইলি। কারণ বেনি বেশ লম্বা সময় জাস্টিনের সঙ্গে বহু একক গানে একসঙ্গে কাজ করেছেন। তাদের গানগুলোর মধ্যে উল্লেখ্য ‘সাম্বডি টু লাভ’, ‘লাভ ইয়োরসেলফ’, এবং ‘কোল্ড ওয়াটার’।

 

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!