নেটফ্লিক্সের দর্শকের কাছে দারুণ প্রশংসা পেয়েছে ‘স্কুইড গেম’ সিরিজটি। গল্পে এবার আসতে চলেছে টানটান উত্তেজনা। আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে এটি। এরইমধ্যে সিরিজটি নিয়ে খুব আগ্রহী হয়ে উঠেছেন দর্শক।
এবার সেই আগ্রহের মাত্রাটা আরও বাড়বে সিরিজের অভিনেতা লি জাং-জে’র মন্তব্যে। তিনি বলেছেন, ‘স্কুইড গেম’র সিজন ২ হবে প্রথম সিজনের চেয়ে আরও অনেক বেশি জমজমাট। টুইস্টে ভরপুর সিজনটিতে থাকবে চমক জাগানিয়া অনেক মুহূর্ত।
১২ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে শোটির বিশেষ প্রিমিয়ারে PEOPLE-এর সঙ্গে এই অভিনেতা কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘এবারের পর্বের নতুন গেমগুলো অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি অবাক হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ এখানে গেমের মধ্যে গেম রয়েছে। এগুলো মানসিক যুদ্ধ। শত্রু ও বন্ধুত্বের খেলায় বিশ্বাসঘাতকতা দেখা যাবে। সম্পর্কগুলো চমকে দেবে দর্শককে। অনেক টুইস্ট আসবে। কেউ বুঝতে পারবে না পরক্ষণে কী হতে চলেছে।’
নতুন সিজনের সিনপসিসে বলা হয়েছে, স্কুইড গেম জয় করার তিন বছর পরের গল্প দেখা যাবে। যেখানে প্লেয়ার ৪৫৬ আমেরিকা যাওয়া বাদ দিয়ে নতুন এক সংকল্প নিয়ে ফিরে আসে। গি-হুন আবার রহস্যময় জীবন-মরণ গেমে প্রবেশ করেন। ৪৫.৬ বিলিয়ন ওয়ন পুরস্কারের জন্য নতুন প্রতিযোগীদের নিয়ে আরেকটি গেম শুরু করা হয়।
একুশে সংবাদ//জা.ন//র.ন
আপনার মতামত লিখুন :