AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ‘ভেড়িয়া ২’-তে থাকছেন শ্রদ্ধা কাপুর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩১ এএম, ১৫ ডিসেম্বর, ২০২৪
এবার ‘ভেড়িয়া ২’-তে থাকছেন শ্রদ্ধা কাপুর

 এ বছর মুক্তি পাওয়া তার একমাত্র সিনেমা ‘স্ত্রী ২’ দিয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। অভিনয় ক্যারিয়ারের সেরা সময়ে আছেন তিনি। এবার তার ভাবনায় নতুন বছরের পরিকল্পনা।

 

শ্রদ্ধা বর্তমানে সৌদি আরবের জেদ্দায় আছেন। সেখানে অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছেন এই নায়িকা। সেখানে ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনা ও ‘দ্য ম্যাডক সুপার ন্যাচারাল ইউনিভার্স’ টিমের সিক্যুয়েল ‘ভেড়িয়া ২’ সিনেমায় অভিনয় নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেন, ‘এ বছর আমার একটি মাত্র সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পায়। বক্স অফিস থেকে সফলতাও আসে ব্যাপক। যার কারণে আমার কনফিডেন্সও বেড়ে গেছে। তাই সামনে যে কাজগুলো করব, সেগুলো নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকব। কারণ আমার কাজগুলো নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। তাদের কথা মাথায় রেখেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবো।’

r/ActressGlam - Shraddha Kapoor, silhouette sexy en bikini
এ সময় ‘ভেড়িয়া ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের বিষয়ে শ্রদ্ধার কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শুধু সময়ই বলবে যে, আমি ম্যাডক ফিল্ম ইউনিভার্সের অন্য কোনো সিনেমায় আবার ক্যামিও করব কি না। আমি এখনো এ বিষয়ে চিন্তা করিনি। যদি করি তাহলে জানাব।’ এর আগে ‘ভেড়িয়া’তে শ্রদ্ধাকে একটি গানে ক্যামিও চরিত্রে দেখা যায়। শ্রদ্ধার পরিকল্পনায় এখন নতুন বছর। ২০২৫ সালের জন্য তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলোর নাম ঘোষণার পর শুটিং শুরু হবে নতুন বছরে।

 

একুশে সংবাদ//জা.নি//র.ন

Link copied!