আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু অনুরাগীর। যার জেরে গ্রেপ্তার হতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। এবার সেই প্রেক্ষিতেই রামগোপাল ভার্মার প্রশ্ন, ‘পুণ্যার্থীরা পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করবেন।’ সেই পোস্ট নিয়েই বর্তমানে নেটপাড়ায় তুলকালাম কাণ্ড! দক্ষিণী ভাষার পোস্ট হলেও রামগোপালের উপমায় সায় দিয়েছেন আল্লুর ভিন্ন ভাষাভাষীর ফ্যানেরাও।
একরাত হাজতবাস করে সদ্য বাড়ি ফিরেছেন ‘পুষ্পা’। তবে জেলমুক্তি হলেও শাপমোচন ঘটল কি? ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও আল্লু অর্জুনের (Allu Arjun) চিন্তার কালমেঘ কিন্তু এখনই কাটছে না! তদন্তে সহযোগিতার জন্য পুলিশের কাছে আবারও হাজিরা দিতে হতে পারে দক্ষিণী সুপারস্টারকে। এদিকে বক্স অফিসে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির দ্বৈরথ চললেও আল্লু অর্জুনের পাশে দাঁড়িয়েছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। এবার ‘পুষ্পা’র গ্রেপ্তারি নিয়ে সরব রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)।
‘পুষ্পা ২’ ছবির গগনচুম্বী সাফল্যের মাঝে শুক্রবার আল্লু অর্জুনের গ্রেপ্তারির খবরে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। আইনের সামনে ‘পুষ্পা’কেও যে ঝুঁকতে হবে, তেমন কথাই শোনা গিয়েছেন কঙ্গনা রানাউতের মুখে। এবার রামগোপাল ভার্মা প্রশ্ন ছুঁড়়লেন, ‘পুণ্যার্থীরা পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করা হবে?’ আল্লুর পাশে দাঁড়িয়ে এক্স হ্যান্ডেলের পোস্টে রামগোপাল লিখেছেন, “পুষ্কারালু , ব্রহ্মোৎসবমস-এর মতো ধর্মীয় উৎসব কিংবা মেলার ভিড়ে যদি পদপিষ্ট হয়ে পূণ্যার্থীদের মৃত্যু হয়, তাহলে কি ঈশ্বরের মূর্তিগুলোকে গ্রেপ্তার করবেন? নির্বাচনী প্রচারের মিছিলে পদপিষ্ট হয়ে কেউ মারা গেলে কি রাজনৈতিক নেতাদেরও জেল হবে?” সেই পোস্টেই পরিচালকের সংযোজন, “কেউ যদি সিনেমার প্রোমোশনে মরা যান, তাহলে কি ছবির মুখ্য অভিনেতাকে গ্রেপ্তার করা হবে? এটা তো অনুষ্ঠানের আয়োজক এবং সেখানকার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী বা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। কোনও ফিল্মস্টার বা জননেতা কীভাবে এইধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে?” রামগোপাল ভার্মার এই পোস্টে সমর্থন করেছেন আল্লু ভক্তরা। তাঁদের কথায়, ‘একদম যুক্তিযুক্ত কথা বলেছেন আপনি।’ কারও মন্তব্য, ‘দারুণ উদাহরণ দিলেন।’ একাংশ আবার এসবের মধ্যে ঈশ্বরের প্রসঙ্গ টানার জন্য রামগোপালকে তুলোধনাও করেছেন।
একুশে সংবাদ//প্র.ইন//র.ন
আপনার মতামত লিখুন :