কিংবদন্তি তবলাবাদক, সংগীতজ্ঞ, অভিনেতা ওস্তাদ জাকির হোসেনকে হারানোর শোকে কাতর গোটা উপমহাদেশ। শোকাহত বলিউডের রথী-মহারথীরাও। আক্ষেপ করছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানও।
শোকপ্রকাশ করে এ আর রহমান এক্স হ্যান্ডেলে লিখেছেন, জাকির ভাই ছিলেন একজন অনুপ্রেরণা। অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। যিনি তবলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিলেন। তার চলে যাওয়া আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি।
এ সময় আক্ষেপ করে এ আর রহমান বলেন, তার সঙ্গে আর কাজ না করতে পারার আক্ষেপটা রয়েই গেল। একসঙ্গে একটা অ্যালবাম করার পরিকল্পনাও করেছিলাম আমরা। যদিও কয়েক দশক আগে আমরা একসঙ্গে কাজ করেছি। তোমাকে সত্যিই মিস করব। আল্লাহ তার পরিবার এবং জাকির ভাইয়ের বিশ্বব্যাপী অগণিত শিষ্য-শিষ্যাদের এই কঠিন সময়ে শোক সামলানোর ক্ষমতা দিন, এটাই প্রার্থনা করব।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি পেয়েছেন জাকির হোসেন। সেই সময় শুভেচ্ছা জানিয়ে এ আর রহমান লিখেছিলেন, ভারতে গ্র্যামি বৃষ্টি হচ্ছে… অভিনন্দন জাকির ভাই।
দীর্ঘদিন রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার মধ্যরাতে না ফেরার দেশে যান এ সংগীতজ্ঞ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :