‘হেরেটিক’ নামে নতুন সিনেমা বানাতে চলেছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা আদিত্য সর্পোতদার। ছবিটি হবে বিগ বাজেটে নির্মিত হরর থ্রিলার সিনেমা। থাকবে প্রচুর ভিএফএক্সের কাজ। তার ছবির প্রাক প্রস্তুতি চলছে। এরইমধ্যে বলিউড কিং খান শাহরুখকে নিয়ে শোরগোলের জন্ম দিলেন।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সর্পোতদার জানিয়েছেন, বলিউড সুপারস্টার শাহরুখ খান হরর থ্রিলারের জন্য একেবারে পারফেক্ট। তার এই মন্তব্যের পর থেকেই মনে করা হচ্ছে ‘হেরেটিক’ সিনেমায় কাজ করবেন শাহরুখ।
সাক্ষাৎকারে সর্পোতদার আরও বলেন, হেরেটিক একটি সাসপেন্স এবং ভুতুড়ে গল্প নিয়ে তৈরি সিনেমা। এটি শাহরুখ খানের জন্য অত্যন্ত উপযুক্ত। তার মতে, শাহরুখ খান যখন জটিল অনুভূতি এবং চরিত্র ফুটিয়ে তোলেন তা চলচ্চিত্রটির অদ্ভুত এবং রহস্যময় আবহাওয়া আরও গভীর করে তোলে।
তিনি মনে করেন, শাহরুখ খানের মতো একজন অভিনেতার হরর থ্রিলারে অংশগ্রহণ বলিউডে এই জেনারটিকে নতুনভাবে উপস্থাপন করতে পারে। তার দক্ষতা এবং চরিত্রের প্রতি ভালোবাসা ‘হেরেটিক’র মতো সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।
একুশে সংবাদ//জা.নি//র.ন
আপনার মতামত লিখুন :