AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৫-এ বলিউড কাঁপাবে যেসব সিনেমা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১৪ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৪
২০২৫-এ বলিউড কাঁপাবে যেসব সিনেমা

শেষ হতে চলেছে ২০২৪। এ বছর বিশ্ব বিনোদন অঙ্গনে এসেছে অসংখ্য চলচ্চিত্র। বিগত বছরগুলোর চেয়ে বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র যেমন এসেছে, তেমনি দর্শক হৃদয় জয় করে সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছে একাধিক চলচ্চিত্র। হলিউড থেকে বলিউড, বিশ্বজুড়ে এ বছর বিনোদন অঙ্গন ছিল জাঁকজমকপূর্ণ। 

তাই বছর শেষে দর্শকরা একবুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে আগামী বছরের দিকে। তবে বলিউড প্রেমীদের জন্য রয়েছে সুখবর। একের পর এক চমক নিয়ে,  আসছে বছর ২০২৫-এ বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি। বড় বাজেটের এসব ছবিগুলোতে থাকছেন অজয় দেবগন, সানি দেওল, শাহিদ কাপুর, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন,  সহ আরও অনেকে।

চলুন তবে দেখে নেওয়া যাক, আগামী বছর কোন কোন চলচ্চিত্র সিনেমাহলে ঝড় তুলতে চলেছে এবং দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষারও অবসান ঘটাতে চলেছে।আজকের প্রতিবেদনে আপনাদের জানাব  এমন ৫টি ছবির বিস্তারিত; যার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

২০২৫-এ বলিউড কাঁপাবে যেসব সিনেমা

এ তালিকার প্রথমেই রয়েছে ‘হাউসফুল ফাইভ’ 

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম পর্ব আসছে ২০২৫ সালে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘হাউসফুল ৫’-এ থাকছে প্রতিবারের মতোই কমেডি। এই মাল্টি-স্টার সিনেমায় একসঙ্গে দেখা যাবে বলিউডের অনেক বড় তারকাকে। যার মধ্যে আছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মরিয়া, চিত্রাঙ্গদা সিং, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর এবং আরও অনেককেই।

Jaat Teaser | Sunny Deol | Gopichand Malineni | Jaat Sunny Deol Trailer |  Jaat Movie Sunny Deol - YouTube

এ তালিকার দ্বিতীয় সিনেমাটি হল -  জাট 
‘জাট’ হলো একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। এটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। সিনেমাটি প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির পরিকল্পনা করা হলেও তা হয়নি। ফলে ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল ২০২৫-এ।

DEVA - Teaser Trailer | Shahid Kapoor | Rosshan Andrrews, Pooja Hegde,  Kubbra | In Cinemas 11th Dec - YouTube

তালিকার তৃতীয় সিনেমাটি হল ‘দেবা’
‘দেবা’ হলো রোশন অ্যান্ড্রুজ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে এবং পাভেল গুলাটি। সিনেমাটি একজন প্রতিভাবান ও বিদ্রোহী পুলিশ অফিসারের গল্প নিয়ে তৈরি। সেই অফিসার একটি হাই-প্রোফাইল কেস তদন্ত করতে যেয়ে প্রতারণার শিকার হন। সিনেমাটি মুক্তি পাবে ৩১ জানুয়ারি ২০২৫-এ।

Kangana Ranaut‍‍`s Emergency Makers Agree To Implement Changes In Movie; Next  Hearing On October 3

এরপর রয়েছে ‘ইমার্জেন্সি টু’ সিনেমা 

‘ইমার্জেন্সি টু’ হলো কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত একটি ড্রামা সিনেমা। এতে তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এই ছবিটি মুক্তি পেতে চলেছে ১৭ জানুয়ারি ২০২৫-এ।

Azaad : Official Trailer | Ajay Devgn, Rasha Thadani | Abhishek Kapoor |  RSVP | T-Series - YouTube

সর্বশেষ সিনেমাটি হল ‘আজাদ থ্রি’
অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’ একটি ঐতিহাসিক ড্রামা সিনেমা। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, ডায়ানা পেন্টি, আমান দেবগণ এবং রাশা থাদানি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একটি ঘোড়া- আজাদ, যে তার মালিকের অনুগত। আমান এবং রাশা এই সিনেমার মাধ্যমে বলিউডে তাদের ডেবিউ করতে যাচ্ছেন। ছবিটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি

একুশে সংবাদ/ এস কে

Link copied!