AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে কারণে স্থগিত ‘ফোক ফেস্ট’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২৫ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
যে কারণে স্থগিত ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে পড়েছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‌‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। ধারাবাহিকভাবে পাঁচ বছরের পরিক্রমায় সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। সেটি বন্ধ হওয়ায় হতাশ হয়েছেন সংগীতপ্রেমীরা।

অবশেষে দীর্ঘ চার বছর বিরতির পর আবারও ‘ফোক ফেস্ট’ আয়োজনের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন। আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ফোক ফেস্ট’আয়োজনের ঘোষণা দেয়া হয়! এরপর থেকেই দিন গুনতে থাকেন রাজধানীবাসী!

কিন্তু এবার জানা গেল, দিনক্ষণ ঘোষণা দেওয়ার দুই মাসের মাথায় ফোক ফেস্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা! মূলত ভেন্যু জটিলতার কারণে আপাতত স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। খবরটি আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস থেকে নিশ্চিত করা হয়েছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, ঘোষণা অনুযায়ি আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সংগীতজ্ঞদেরও সিডিউল নেওয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্তৃপক্ষ ফোক ফেস্টের জন্য ভেন্যু বরাদ্দ দিবেন।

তানভীর হোসেন বলেন, বিকল্প ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, জানতে চাইলে সান কমিউনিকেশনস এর এই কর্মকর্তা জানান, বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।


একুশে সংবাদ/ এস কে

Link copied!