AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহরুখকে আবারও হেয় করলেন সমীর ওয়াংখেড়ে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২১ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
শাহরুখকে আবারও হেয় করলেন সমীর ওয়াংখেড়ে

কিং খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেপ্তার করেই জীবনের মোড় ঘুরে গেছে এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের। সেই এক ঘটনাতেই রাতারাতি ভাইরাল হয়ে যান এই কর্মকর্তা।

 

২৫ দিন কারাগারে থাকার পর আরিয়ানের বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ করে তাকে মুক্তি দেয় আদালত। কিন্তু সমালোচনা থেকে এখনও মুক্তি পাননি সমীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মাদক মামলার প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন তিনি।


২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের জওয়ান সিনেমার একটি ডায়লগ বেশ জনপ্রিয় হয়। অনেকের ধারণা, ‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর’ এই ডায়লগটি আদতে শাহরুখ সমীরের উদ্দেশেই বলেছিলেন।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সংলাপের সেই প্রসঙ্গ উঠতেই সমীর সোজাসুজি বলেন, ‘এই ধরনের নোংরা ডায়লগকে আমি পাত্তা দিই না। এসব বাপ-বেটা মার্কা কথা আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। খুব সস্তা শোনায়। একদমই যেন রাস্তার ধারের কথা। আমি এ ধরনের সংলাপের জবাব দিতে চাই না।’ আরিয়ানকে গ্রেপ্তার করে সমীর ওয়াংখেড়ে দাবি করেছিলেন, তিনি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। কিন্তু আদালত এমন অভিযোগের কোনও ভিত পায়নি, তাই তাকে জামিন দেওয়া হয়।

 

এই পুলিশ কর্মকর্তার কথায়, ‘৩ হাজার ৪০০-র বেশি মামলা আমি হ্যান্ডেল করেছি। তাদের কেউ লাইমলাইটে আসেনি। কারণ কারও ফেস ভ্যালু ছিল না। আমি শুধু আমার ডিউটি করেছি। কারণ আমি কাউকে সেলিব্রেটি মনে করি না।’


২০২২ সালে আরিয়ানের জেলমুক্তি ঘটার পর থেকে শাহরুখ খান কার্যত মিডিয়ার প্রচারে আসাই বন্ধ করে দিয়েছেন। ২০২৩ সালে তার ৩টি সিনেমা মু্ক্তি পেয়েছিল। কিন্তু কোনও সিনেমা মু্ক্তির আগে তাকে প্রচারে দেখা যায়নি।

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!